পটুয়াখালী জেলার প্রান কেন্দ্র পটুয়াখালী সদর উপজেলা, এ জেলাসহ উপজেলার নদী পথে যোগাযোগের প্রধান ঘাট হচ্ছে পটুয়াখালী লঞ্চ টার্মিনাল। এখান থেকে প্রতি দিন ঢাকাগামী তিন থেকে চারটি দোতলা লঞ্চ ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। আবার প্রতিদিন ঢাকাথেকে নিয়মিত লঞ্চ আসে পটুয়াখালীর এ ঘাটে। এ লঞ্চ ঘাটে আন্তঃ জেলায় ও লঞ্চ চলাচল করে। পটুয়াখালী টু গলাচিপা, কলাপাড়া, রাঙ্গাবালী, বাউফল, দশমিনা, মির্জাগঞ্জ, বগা। পটুয়াখালী জেলার ৮টি উপজেলার সাথেই নদীপথে যোগাযোগের প্রধান টার্মিনাল পটুয়াখালী জেলার সদর উপজেলার এ টার্মিনালটি। এখানে ছোট লঞ্চগুোর মধ্যে শিপলু খান, টিপু শুলতানসহ অনেক লঞ্চ দেখাযায়। আবার বড় লঞ্চগুলোর মধ্যে দেখাযায় সুন্দরবন, পরাবত, সত্তার খান -
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস