Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

নারিকেল, সুপারী, তাল, জাল আর জালি

                                                    নদী আর খাল-বিল এই পৌট্টাখালী’

 

-এই হল সমুদ্রস্নাত, শ্যামল ছায়াচ্ছাদিত আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের লীলাভূমি পটুয়াখালী।পটুয়াখালী

জেলা সৃষ্টির ইতিহাস বহু পুরণো। দক্ষিণ বঙ্গের কৃষকপ্রজা দমন ও প্রশাসনিক সুবিধার জন্য সর্বপ্রথম ১৮৭১ সালে বর্তমানপটুয়াখালী জেলায় পুলিশ স্টেশন স্থাপিত হয় এবং ১৮৭৯ খ্রিস্টাব্দে ইংরেজ ভাইসরয় লর্ড রিপনের শাসনামলে এটি মহকুমার উন্নীত হয়। মহাকুমা সৃস্টির শুরু থেকেইএর নাম হয় পটুয়াখালী এবং এ পটুয়াখালী জেলার পটুয়াখালী শহর ও তার  চতুস্পার্শের ৩৬২.৬২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে পটুয়াখালী সদর উপজেলা গঠিত।

 

পটুয়াখালী নাম সৃষ্টির পেছনে বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে। তন্মধ্যে পর্তুগীজ জলদস্যূরা পটুায়াখালী শহরের পার্শ্ববর্তী ভাড়ানি খাল দিয়ে এস এ অঞ্চলের বিভিন্ন জনপদে লুন্ঠন করতো। উক্ত খালকে পর্তুগীজ নামের অপভ্রংশ হিসেবে  ‘পটুয়ার খাল’  নামকরণ করা হয়।  কালের বিবর্তনে এ ‘পটুয়াখালী থেকেই  ‘পটুয়াখালী’নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়।